প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার সম্পন্ন


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ০২:৩৩ রাজনীতি

ই-বার্তা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অস্ত্রোপচার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, গত ২৫ শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হঠাৎ পেটে ব্যথা অনুভব করেন।

এরপর তাঁকে ওয়াশিংটনের একটি হাসপাতালে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাৎক্ষনিকভাবে শেখ হাসিনার স্বাস্থ্য পরীক্ষা করার পর তাঁর গলব্লাডারে পাথর সনাক্ত করেন।

সেখানকার চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রীর অস্ত্রোপচার করা হয়।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানিয়েছেন, অস্ত্রোপচার সম্পূর্ণ সফল হয়েছে এবং এখন তিনি পুরোপুরি বিশ্রামে আছেন। প্রধানমন্ত্রীকে ২৬শে সেপ্টেম্বর বাসায় নিয়ে যাওয়া হয়েছে এবং এখন পুরোপুরি সুস্থ আছেন তিনি। প্রেস সচিব আরও জানান, আগামী ৫ অক্টোবর প্রধানমন্ত্রী বাংলাদেশে ফিরে আসবেন।

উল্লেখ্য জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৭ই সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান। পরে সেখান থেকে তিনি ওয়াশিংটন যান।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ