কেক কেটে জন্মদিন পালনে না বললেন প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ২৭শে সেপ্টেম্বর ২০১৭, বুধবার  | বিকাল ০৩:৫০ রাজনীতি

ই-বার্তা ।। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দলের অন্যতম মুখপাত্র ড. হাছান মাহমুদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১তম জন্মদিন উপলক্ষে বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা রোহিঙ্গাদের সম্মানার্থে তার জন্মদিনের কেক কেটে উদযাপন না করার জন্য সকল নেতাকর্মীকে বারণ করেছেন।

বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের আলোচনা সভায় তিনি আরো বলেন, যে দেশের মানুষের ঘনত্ব বেশি, সেই দেশে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে আজকে প্রধানমন্ত্রী যে মহানুভবতা দেখিয়েছেন এটি বিএনপি প্রশংসা করতে পারছে না। মির্জা ফখরুল প্রশংসা করতে পারছেন না। বিএনপির নেতারা প্রশংসা করতে পারছেন না।

তিনি আরও বলেন, যে দেশ ঝড়, বন্যা নিত্য সঙ্গী, সেই দেশ কিভাবে খাদ্য ঘাটতি কাটিয়ে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। এমন কি খাদ্য উদ্ধৃতি হতে যাচ্ছে। এটি বিশ্বের খাদ্য সংস্থার কাছে একটি কেস স্টাডি। বাংলাদেশের এই কেস স্টাডি হলেও পৃথিবীর উন্নয়নশীল দেশের কাছে দৃষ্টান্ত। এটি এমনি এমনি হয়নি। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে হয়েছে।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ