দুই মাথা ওয়ালা গরু


ই-বার্তা প্রকাশিত: ২৮শে সেপ্টেম্বর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪২ অন্যান্য

ই-বার্তা ।। ছোটবেলা নিশ্চয়ই গরু রচনা পড়েছেন। মনে আছে নিশ্চয়ই গরুর ৪টি পা, ১টি মাথা, ২টি শিং, ২টি চোখ এবং ১টি নাক এমন কত কি! কিন্তু আপনার পড়া সেই রচনা ভুল প্রমানিত করলো একটি গরু, নাম তার “রাজা”।

রাজার বয়স তিন বছর ১০ মাস। তার রয়েছে দুটি মাথা, চারটি শিং ও তিনটি চোখ। গরুটির জন্ম হয় রাজশাহীর শেখপাড়া গ্রামে। আর তার জন্মের পর পরই তার খবর ছড়িয়ে যায় আর উৎসুক জনতার ভিড় শুরু হয়।

এখনও রাজাকে প্রতিদিন একনজর দেখতে উৎসুক মানুষের ভিড় জমে তার মাকিল মঈন উদ্দিনের বাড়িতে। তবে গরু দেখা বাবদ প্রত্যেক দর্শনার্থীকে দিতে হয় ১০ টাকা।

মঈন উদ্দিন বলেন, রাজা জন্ম নেয়ার সময় সবাই অবাক হয়েছিল। জন্মের বছরখানেক পরেই তাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। কিন্তু রাজাকে দেখতে উৎসুক মানুষের ভিড় দেখে তা আর বিক্রি করা হয়নি।

তবে প্রতিদিন রাজার পেছনে খাবার বাবদ খরচ করতে হয় আড়াইশ টাকা। আর এ কারণে রাজাকে দেখার ফি হিসেবে ১০ টাকা করে নেয়া হয়।

মঈন উদ্দিন বলেন, রাজা আমার সন্তানের মতো। নিজের সন্তানের মতোই তাকে ভালোবাসি। বাধ্য সন্তানের মতো উঠে দাঁড়াতে বললে উঠে দাঁড়ায়। আবার বসতে বললে বসে যায়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ