জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার ফায়দা নিচ্ছে : রিজভী


ই-বার্তা প্রকাশিত: ২১শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৬:৩৮ রাজনীতি

বিশেষ প্রতিবেদক,ই-বার্তা : জঙ্গিবাদকে ব্যবহার করে সরকার ফায়দা নিচ্ছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন জঙ্গিবাদ দেশ থেকে দূর হোক তা বর্তমান সরকারই চায় না ।


তিনি বলেন দেশের অভ্যন্তরে কোন অশুভ শক্তি বা জঙ্গিবাদী যেকোন গোষ্ঠীকে দমন করতে বাংলাদেশের সামরিক বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীই যথেষ্ট। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।




প্রস্তাবিত প্রতিরক্ষা চুক্তির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন ‘এমনও কথা শোনা যাচ্ছে যে, দুই দেশ সম্মিলিতভাবে রাষ্ট্রের নিরাপত্তা বিধ্বংসী কোন গুরুতর পরিস্থিতির সৃষ্টি হলে একসঙ্গে তা মোকাবেলা করবে। এর অর্থ হচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে ভারতকে হস্তক্ষেপ করার সুযোগ দেয়া। দেশের মানুষ এই চুক্তি বাস্তবায়নের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে ।’ একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিকে বানচাল করার জন্যই জঙ্গিবাদ তৎপরতা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করেন রিজভী।বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি সৈন্যকে বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি ।




e-barta/m

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ