গেইলের ছক্কার ২৫০


ই-বার্তা প্রকাশিত: ৩০শে সেপ্টেম্বর ২০১৭, শনিবার  | দুপুর ০২:৪৪ ক্রিকেট

ই-বার্তা ।। ক্রিস গেইল আন্তর্জাতিক ওয়ানডেতে দারুণ এক মাইলফলক গড়েছেন। এই ক্যারিবিয়ান তারকা মাত্র তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ৫০ ওভারের ম্যাচে ২৫০ ছক্কার ল্যান্ডমার্ক স্পর্শ করলেন।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে শুক্রবার সাউদাম্পটনে ইংল্যান্ডের বিপক্ষে ২৯ বলে ৪০ রানের ইনিংস খেলার পথে পাঁচটি ছক্কা ও একটি চার হাঁকান গেইল। জ্যাক বলের ওভারে টানা তিনটি ছক্কা হাঁকিয়ে ২৫০ ছক্কার মাইলফলকে পৌঁছেন গেইল। পরে আরো দুটি ছক্কা হাঁকান।

২৭৩ ম্যাচের ২৬৮ ইনিংসে এখন পর্যন্ত গেইলের ছক্কা ২৫২টি। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৭০ ম্যাচের ২৬৫ ইনিংসে ২৫১টি ছক্কা হাঁকান। অন্যদিকে আইসিসি বিশ্ব একাদশের হয়ে তিন ম্যাচের একটি ছক্কা মারেন গেইল।

আন্তর্জাতিক ওয়ানডেতে একমাত্র ব্যাটসম্যান হিসেবে ৩০০ ছক্কার মারার রেকর্ড শহিদ আফ্রিদির দখলে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার ৩৫১টি ছক্কা নিয়ে চূড়ায় রয়েছেন। সনাথ জয়াসুরিয়া ২৭১টি ছক্কা নিয়ে গেইলের ওপরে রয়েছেন। ওয়ানডেতে ছক্কার ডাবল সেঞ্চুরি করেছেন আর কেবল মহেন্দ্র সিং ধোনি (২১৩) ও ব্রেন্ডন ম্যাককালাম (২০০)।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ