ইস্কোর জোড়া গোলে জয়ের ঠিকানা খুঁজে পেয়েছে রিয়াল


ই-বার্তা প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ১২:৩৬ ফুটবল

ই-বার্তা।। অবশেষে লা লিগায় জয়ের ঠিকানা খুঁজে পেয়েছে রিয়াল মাদ্রিদ ।রোববার রাতে ইস্কোর জোড়া গোলে এবারের লা লিগায় নিজেদের মাঠে প্রথম জয় পেয়েছে জিনেদিন জিদানের দল। এস্পানিওলকে তারা হারিয়েছে ২-০ ব্যবধানে।

ম্যাচের ২৩ সেকেন্ডেই এগিয়ে যেতে পারত রিয়াল। রামোসের দুর্দান্ত এক লব থ্রো পেয়ে মার্কো এসেনসিও বল বাড়িয়ে দেন ইস্কোকে। কিন্তু স্প্যানিশ মিডফিল্ডারের শট ঠেকিয়ে দেন এস্পানিয়ল গোলরক্ষক পাউলো লোপেজ। দ্বিতীয় মিনিটে ইস্কোর আরও একটি শট আটকে দেন তিনি।

তবে ম্যাচের ২৯তম মিনিটে আর ভুল করেননি স্প্যানিশ মিডফিল্ডার। বাঁ প্রান্ত থেকে রোনালদোর বাড়িয়ে দেয়া পাস পায়ে নিয়ে এস্পানিওল ডিফেন্ডারদের বোকা বানান ইস্কো, বল জালে জড়িয়ে এগিয়ে দেন রিয়ালকে।

পরের মিনিটেই ব্যবধান বাড়িয়ে নিতে পারত রিয়াল। ডান প্রান্ত দিয়ে মার্কো এসেনসিওর দুর্দান্ত পাস থেকে রোনালদোর বাঁ পায়ের শট চলে যায় বারের ওপর দিয়ে। দুই মিনিট পরে তার আরেকটি শট ঠেকিয়ে দেন লোপেজ। প্রথমার্ধে আরও দুবার সুযোগ পেয়েছেন রোনালদো, কিন্তু গোলের দেখা পাননি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফিরতে পারতো এস্পানিয়ল। সুযোগ এসেছিল ম্যাচের ৬৯তম মিনিটেও। সার্জিও রামোসের ভুলে ছোট বক্সে বল পেয়ে গিয়েছিল তারা। শেষ মুহূর্তে নাচোর ঠান্ডা মাথার ট্যাকলে বেঁচে যায় রিয়াল।

এর এক মিনিট পরই (৭০ মিনিটে) এস্পানিয়লকে আরও এক গোল দিয়ে বসেন ইস্কো। এস্পানিওল ডিফেন্ডাররা মার্ক করে রেখেছিলেন রোনালদোকে। কিন্তু অ্যাসেনসিও বুদ্ধি করে বল দিয়ে দেন ফাঁকায় দাঁড়ানো ইস্কোকে। এতেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল।

বাকি সময়ে আর গোল না হলে ২-০ গোলের ব্যবধান নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।৭ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে উঠে এসেছে রিয়াল। ২১ পয়েন্ট নিয়ে সবার উপরে বার্সেলোনা।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ