ইনজুরিতে মরকেল, স্বস্তিতে বাংলাদেশ


ই-বার্তা প্রকাশিত: ২রা অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০১:১৮ ক্রিকেট

ই-বার্তা।। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনটা কিছুটা হলেও স্বস্তি দেবে মরনে মরকেলের ইনজুরি। চতুর্থ দিনের শেষ বিকেলে সাইড স্ট্রেইনের ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই প্রোটিয়া পেসার। ফলে তাকে ছাড়াই আজ মাঠে নামবে স্বাগতিকরা।

তার আগে ৪২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই দুই উইকেট খেয়ে পেলেন মরকেল। নো বলের কারণে বেঁচে যান মুশফিক। রানের খাতা খোলার আগেই তামিম-মুমিনুলকে বিদায় করেন মরকেল। অবশ্য মুমিনুলের আউট নিয়ে রয়েছে বিতর্ক। আম্পায়ার আউট দিলেও টিভি রিপ্লেতে পরিষ্কারভাবে দেখা যায় সেটা নট আউট।

প্রথম ইনিংসেও দুই উইকেট শিকার করেছিলেন মরকেল। কেবল পচেফস্ট্রুম টেস্টের শেষ দিনই নয়, পরের টেস্টেও তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সেক্ষেত্রে মরকেলে অবর্তমানে প্রোটিয়া বোলিং আক্রমণের মূল দায়িত্ব থাকবে কাগিসো রাবাদার কাঁধে। তাকে সঙ্গ দেবেন দুই পেসার ডুয়ানে অলিভিয়ের এবং আন্দিল ফেলুকওয়ায়ো।

উল্লেখ্য, চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৯ রান। দক্ষিণ আফ্রিকার চেয়ে এখনো ৩৭৫ রানে পিছিয়ে আছে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ