নেলপলিশে নখের ক্ষতি


ই-বার্তা প্রকাশিত: ৩রা অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:০৭ লাইফ

ই-বার্তা ।। নেলপলিশ নখকে আকর্ষনীয় করার কাজে যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু এতে যে ক্ষতিকর রাসায়নিক পদার্থ আছে তা নখের অনেক ক্ষতিসাধন করে থাকে। চলুন দেখে আসি নেলপলিশ ব্যবহারে নখের কি কি ক্ষতি হতে পারে।

১। ইথাইল বা বিউটাইল অ্যাসিটেট- অভ্যন্তরীণ অঙ্গ-প্রত্যঙ্গ নষ্ট করার ক্ষমতা রাখে এই রাসায়নিক। ইথাইল টসিলামাইড- অ্যান্টিবায়োটিকের ক্ষমতাকে প্রতিরোধ করে এই রাসায়নিক।

২। টলুইন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্রে সমস্যা, মাথা যন্ত্রণা, ঝিমুনি, ফাটা ত্বকের মতো সমস্যা দেখা দিতে পারে এই রাসায়নিকের অত্যধিক ব্যবহারে।

৩। ফর্ম্যালডিহাইড- এটি কার্সিনোজেনিক। অ্যালার্জি, স্কিন র্যা শ, চুলকানি হতে পারে এই রাসায়নিক থেকে।

৪। জাইলেন- প্রজননতন্ত্র, শ্বাসতন্ত্র, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্থ হতে পারে এই রাসায়নিকে। পাশাপাশি দেখা দিতে পারে মাথা ব্যথা, ঝিমুনির মতো লক্ষণও।

৫। ক্যামফোর- বিষাক্ত এই রাসায়নিকের ফলে খিঁচুনি হতে পারে। হতে পারে স্নায়ুতন্ত্রের সমস্যাও।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ