মুকুট হারিয়ে লাভেলো’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন এভ্রিল


ই-বার্তা প্রকাশিত: ৫ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:০৮ অন্যান্য

ই-বার্তা ।। জান্নাতুল নাঈম এভ্রিল মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’-এর মুকুট হারালেও এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

বুধবার (৪ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি হোটেলে লাভেলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করা হয় এভ্রিলের নাম।

এ প্রসঙ্গে লাভেলোর চেয়ারম্যান ইকরামুল হক বলেন, “জান্নাতুল নাঈম এভ্রিল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হয়েছিলেন। ভুল বোঝাবুঝির কারণে তাকে মুকুট খোয়াতে হয়েছে। যেহেতু তার মেধা ছিলো, এজন্য আমরা তাকে লাভেলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করলাম।”

গত ২৯ সেপ্টেম্বর জমকালো গ্র্যান্ড ফিনালেতে বিচারকরা চূড়ান্ত বিজয়ীকে নির্বাচন করেন। প্রায় ২৫ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হয়েছিলেন জান্নাতুল নাঈম এভ্রিল। পরবর্তীতে অভিযোগ ওঠে আয়োজকদের পছন্দের প্রার্থীকে বিজয়ী করা হয়েছে। বিচারকমণ্ডলীর রায় অগ্রাহ্য করে এভ্রিলের মাথায় পরানো হয়েছে বিজয়ের মুকুট। এ নিয়ে শুরু হয় বিতর্কের ঝড়।

এই বিতর্কের অবসান ঘটাতে আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের কর্ণধার স্বপন চৌধুরী বুধবার (৪ অক্টোবর) সংবাদ সম্মেলন করেন। এ সময় এভ্রিলকে বাদ দিয়ে জেসিয়া ইসলামকে নতুন বিজয়ী ঘোষণা করা হয়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ