থেমে নেই রোহিঙ্গা প্রবেশ


ই-বার্তা প্রকাশিত: ৬ই অক্টোবর ২০১৭, শুক্রবার  | দুপুর ০২:৩১ অন্যান্য

ই-বার্তা ।। মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের স্রোত থেমে নেই। আজও মিয়ানমার থেকে নৌকায় করে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গা কক্সবাজারে প্রবেশ করেছে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে নৌকায় করে উত্তাল সাগর ও নাফ নদী পেরিয়ে টেকনাফের শাহপরী দ্বীপের জিরোপয়েন্ট এলাকায় পৌঁছে নারী ও শিশুসহ কয়েক হাজার রোহিঙ্গা।

এ সময় সেনাবাহিনীর সদস্যরা তাদের প্রাথমিক তালিকাভুক্ত এবং সামান্য ত্রাণ দিয়ে ট্রাকে করে কুতুপালং শরণার্থী শিবিরে পাঠিয়ে দেন।

গতরাতে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মংডু এলাকার একটি গ্রামের বাড়িঘরে আগুন জ্বালিয়ে দেয় মিয়ানমার সেনা বাহিনী।

ওই গ্রামের বাসিন্দারা বাংলাদেশমুখী হয়েছে বলে জানিয়েছেন পালিয়ে আসা রোহিঙ্গারা।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ