আশ্রয় ও সম্মান দু’টি পাবে রোহিঙ্গারাঃ প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | দুপুর ০২:৫৬ রাজনীতি

ই-বার্তা ।। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া প্রসঙ্গে বলেছেন, ‘আশ্রয় যখন দিয়েছি, ভালোভাবে রেখে সম্মানের সঙ্গে তাদের নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও নেব।’

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, রোহিঙ্গাদের অস্থায়ীভাবে নোয়াখালীর ভাসানচরে রাখা হবে।

জাতিসংঘসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে রোহিঙ্গা ইস্যু উপস্থাপনের মাধ্যমে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করায় প্রধানমন্ত্রীকে এই গণসংবর্ধনা দেওয়া হয়।

মানবিকতার বৃহত্তর স্বার্থে বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের আস্থা ছিল, বিশ্বাস ছিল, সমর্থন ছিল বলেই দ্রুত সিদ্ধান্ত নিয়ে তাদেরকে আশ্রয় দেওয়া হয়। এ কারণে বাংলাদেশ যে আন্তর্জাতিকভাবে সম্মানিত হচ্ছে, ভাবমূর্তি উজ্জ্বল হচ্ছে, যা কিছু অর্জন হচ্ছে— তার সবই তাই এদেশের মানুষের কল্যাণে, তাদের সমর্থনে ও দোয়ায়।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ