অসাধু ব্যবসায়ীর কারণে সাময়িক সঙ্কট সৃষ্টি হয়েছেঃ খাদ্যমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ৭ই অক্টোবর ২০১৭, শনিবার  | বিকাল ০৫:০৮ রাজনীতি

ই-বার্তা ।। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে হঠাৎ চালের দাম বেড়ে গেলেও সরকারের পদক্ষেপে বাজার আবার স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছেন, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
শনিবার সকালে তিনি রাজধানীর খামারবাড়িতে এক সেমিনারে বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম আরো বলেন, আগাম বন্যার কারণে কিছুটা সঙ্কট সৃষ্টি হয়েছে। কিন্তু খাদ্য ঘাটতি বা খাদ্য সঙ্কট হয়নি। এক শ্রেণির অসাধু ব্যবসায়ীর কারণে সাময়িক সঙ্কট সৃষ্টি হয়েছে। এতে চালের দাম বেড়ে গেছে। সরকারের হস্তক্ষেপে চালের বাজার স্বাভাবিক হয়েছে।

এছাড়াও নিরাপদ খাদ্য সরবরাহ করার ব্যাপারেও তিনি নিশ্চয়তা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ