ক্ষমতার কেন্দ্রে আসলেন কিম জং-উনের বোন


ই-বার্তা প্রকাশিত: ৮ই অক্টোবর ২০১৭, রবিবার  | দুপুর ০২:৫২ এশিয়া

ই-বার্তা ।। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং-উন ছোট বোন কিম ইয়ো-জংকে ক্ষমতার কেন্দ্রে নিয়ে এলেন। ছোট বোন কিম ইয়ো-জংকে বানিয়েছেন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর বিকল্প সদস্য। নীতি-নির্ধারণী এ পরিষদের সভাপতি জং-উন।

পার্টির প্রভাবশালী কেন্দ্রীয় কমিটির সভায় ৩০ বছর বয়সী ইয়ো-জংকে শনিবার (৭ অক্টোবর) এই পদোন্নতি দেওয়া হয়। সভাপতির পর অন্যতম সর্বোচ্চ নীতি-নির্ধারক এই পদে আগে ছিলেন প্রয়াত প্রেসিডেন্ট কিম জং-ইলের বোন অর্থাৎ জং-উন


ও ইয়ো-জংয়ের খালা কিম কিয়ং-হি।

ইয়ো-জংকে নেতৃত্বে আনার মাধ্যমে রাষ্ট্রে কিম পরিবারের কর্তৃত্ব আরও পোক্ত হলো, বলেন উত্তর কোরিয়া বিশেষজ্ঞ মাইকেল ম্যাডেন।

গত জানুয়ারিতে উত্তর কোরিয়ার যে কয়েকজনকে যুক্তরাষ্ট্র তাদের ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত করেছিল, তাদের মধ্যে ছিলেন ইয়ো-জংও। তার বিরুদ্ধেও ছিল ‘মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের’ অভিযোগ। এই নিষেধাজ্ঞার আওতায় ইয়ো-জংকে যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা এবং তার সঙ্গে মার্কিন কোম্পানির লেনদেনে বিধিনিষেধ আরোপ করা হয়।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ