ক্যানসার থেকে বাঁচতে অলিভ


ই-বার্তা প্রকাশিত: ৯ই অক্টোবর ২০১৭, সোমবার  | দুপুর ০২:২৭ লাইফ

ই-বার্তা ।। অলিভ অয়েল রোজকার খাবারে ব্যবহার করা ক্যানসারের হার অনেক খানি কমাতে পারে তা এক গবেষণায় উঠে এসেছে। কারণ প্রতিদিনের খাবারে যদি অলিভ অয়েল ব্যবহার করেন, তাহলে হার্ট যেমন ভাল থাকবে তেমনি বিভিন্ন অসুখও ধারপাশে ঘেষবে না আপনার।

১। প্রতিদিনের খাবারে যদি আপনি অলিভ অয়েল ব্যবহার করেন, তাহলে হৃদয় যেমন সুস্থ থাকবে তেমনি শরীরে কোলেস্টেরল-এর মাত্রাও থাকবে স্বাভাবিক।

২। অলিভ অয়েল রান্নায় ব্যবহার করলে শরীরের অতিরিক্ত মেদ থেকে রেহাই পাবেন আপনি।

৩। অলিভ অয়েল শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ভাল কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।

৪। অ্যালঝাইমার প্রতিরোধেও সাহায্য করে অলিভ অয়েল।

৫। ক্যান্সার প্রতিরোধেও যেমন কাজে দেয় অলিভ অয়েল, তেমনি পাকস্থলির জ্বালা কমাতেও অনেক সময় সাহায্য করে।

সর্বশেষ সংবাদ

লাইফ এর আরও সংবাদ