নতুন ৬০ ধরনের ওষুধের উৎপাদন শুরু করেছে ইরান


ই-বার্তা প্রকাশিত: ২১শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | সন্ধ্যা ০৭:৫০ এশিয়া

ই-বার্তা ডেস্ক : নতুন ৬০ ধরনের ওষুধের বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে ইরান । প্রেসিডেন্ট ড. হাসান রুহানি সোমবার রাতে নয়া ওষুধ উৎপাদন প্রক্রিয়া উদ্বোধন করেন।
এসব ওষুধ উৎপাদনের ফলে প্রতি বছর ৯ কোটি ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে বলে জানানো হয় এক বার্তায় ।এছাড়া প্রেসিডেন্ট সদর দপ্তর থেকে বলা হয় দেশের ১৬টি ওষুধ কোম্পানি এ উৎপাদন প্রক্রিয়ায় অংশ নিচ্ছে।এই কোম্পানীগুলো ভিন্ন ভিন্ন ওষুধ তৈরি করবে। নতুন ওষুধগুলো বিভিন্ন জটিল রোগের প্রতিষেধক হিসেবে কাজ করবে বলেও জানানো হয়।

e-barta/m

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ