খুলে দেয়া হলো পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত


ই-বার্তা প্রকাশিত: ২১শে মার্চ ২০১৭, মঙ্গলবার  | রাত ০৮:১৩ এশিয়া

ই-বার্তা ডেস্ক : পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত খুলে দেওয়ার ফলে এই পথে দুই দেশের মানুষের যাতায়াত শুরু হয়েছে। সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফে এসংক্রান্ত একটি নির্দেশনা দেন ।পাকিস্তান থেকে শত শত ট্রাক এখন আফগানিস্তান ঢুকছে।


পাকিস্তানের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘ মহাসচিবের উপ-মুখপাত্র ফারহান হক বলেন, ‘পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত পথগুলো খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত । ভবিষ্যতেও এতি অব্যাহত থাকবে আশা আমাদের’ । পাকিস্তানের প্রধানমন্ত্রীর ভবন থেকে দেয়া বিবৃতিতে বলা হয়, যেসব কারণে সীমান্তের পথগুলো বন্ধ করে দেয়া হয়েছিল তা দূর করতে আফগান সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে প্রত্যাশা করছে পাকিস্তান।
গত মাসে বোমা হামলার পর প্রায় ১০০ ব্যক্তি নিহত হওয়াকে কেন্দ্র করে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত বন্ধ করে দেয় পাকিস্তান ।
e-barta/h/m

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ