মাস্ট উইন ম্যাচে মেসির লেভেলে খেলতে হবে সবাইকে


ই-বার্তা প্রকাশিত: ১০ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:৪৯ ফুটবল

ই-বার্তা ।। জর্জ সাম্পাওলি ইকুয়েডরের মাঠে বাঁচামরার ম্যাচে আর্জেন্টিনা স্কোয়াডকে লিওনেল মেসির সঙ্গে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। আর্জেন্টাইন কোচের বিশ্বাস, দলের সবাই মেসির লেভেলে পৌঁছাতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বের ‘মাস্ট উইন’ ম্যাচ ভালোভাবেই পার করতে পারবে আলবিসেলেস্তেরা।

বাছাইপর্বের শেষ ম্যাচে জয় পেলেই ২০১৮ ওয়ার্ল্ডকাপের দৌড়ে টিকে থাকবে আর্জেন্টিনা। ইকুয়েডরকে হারাতে না পারলে অন্য ম্যাচগুলোর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

কিন্তু শুধুমাত্র মেসির দুর্দান্ত নৈপুণ্যের ওপর নির্ভর করলে চলবে না বলে মনে করেন সাম্পাওলি। বাছাইপর্বে মেসিবিহীন আট ম্যাচে (এর মধ্যে সহকারী রেফারির সঙ্গে বাজে আচরণ করায় চার ম্যাচের নিষিধাজ্ঞা রয়েছে) মাত্র ৭ পয়েন্ট পেয়েছে গতবারের রানার্সআপরা।

অন্যদিকে মেসির উপস্থিতিতে ৯ ম্যাচে এসেছে ১৮ পয়েন্ট। বোঝাই যাচ্ছে, তার ওপর কতটা নির্ভরশীল টিম। এটিকেই নেতিবাচক চোখে দেখছেন কোচ। ইতিবাচক ফলাফল পেতে হলে সবাইকেই নিজ নিজ অবস্থান থেকে সেরাটা ঢেলে দেওয়ার ডাক দিয়েছেন তিনি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ