কুকুর বিড়াল খাওয়া নিষেধ করলো তাইওয়ান


ই-র্বাতা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | সকাল ১১:৩৩ এশিয়া

মানুষের খাদ্য হিসেবে ব্যবহারের জন্য কুকুর ও বিড়াল হত্যার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তাইওয়ানে। এর লক্ষে একটি সংশোধিত আইন পাস হয়েছে দেশটির পার্লামেন্টে।

আইন ভঙ্গকারীকে সুস্পষ্ট শাস্তীর আওতায় আনা হবে বলে জানিয়ে দিয়েছে দেশটির পার্লামেন্ট।

আইন ভঙ্গকারীদের নাম ও ছবি জনসমক্ষে প্রকাশ করা হবে। দেশটির পশু সুরক্ষা আইনকে এগিয়ে নিতে এটি এক যুগান্তকারী পদক্ষেপ।

একই সঙ্গে ওই আইনে বেড়াতে যাওয়ার সময় গাড়ি বা মোটরসাইকেলে
পোষা প্রাণীকে পাশে বসিয়ে নেওয়া নিষিদ্ধ করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বড় ধরনের জরিমানা বা দুই বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ