আবারো পরমাণু পরীক্ষা চালাতে পারে উত্তর কোরিয়া


ই-র্বাতা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৩৬ এশিয়া

ই-বার্তা প্রতিবেদক।। কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংগের ১০৫তম জন্ম বার্ষিকী চলতি মাসের ১৫ তারিখ, শনিবারে পালন করবে পিয়ংইয়ং। এ উপলক্ষে দেশটিতে প্রায় ২০০ বিদেশি সাংবাদিক রয়েছেন। উত্তর কোরিয়ার সর্ববৃহৎ জাতীয় দিনকে ‘সূর্য দিবস’ হিসেবে অভিহিত করা হয়।

আজ (বৃহস্পতিবার) দেশটিতে অবস্থিত বিদেশি সাংবাদিকদের জানানো হয়েছে যে দেশটিতে একটি ‘বড় ধরণের ঘটনা’ ঘটতে চলেছে।
বড় ঘটনাটি কি তা পরিস্কার করে বলা হয়নি। তবে ধারনা করা হচ্ছে উত্তর কোরিয়া পরমানু পরিক্ষা করতে পারে।

আমেরিকার সঙ্গে টানাপড়েন যখন তুঙ্গে তখন এ ঘোষণা দেয়া হলো। আর এর ভিত্তিতে দেশটি পরমাণু পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে বলে ধারণা জোরদার হয়েছে। অর্থাৎ ‘সূর্য দিবসে’ পরমাণু বোমার পরীক্ষা চালানো হবে।

এদিকে, ওয়াশিংটন ভিত্তিক ৩৮ নর্থ জানিয়েছে, উত্তর কোরিয়ার পাংগি- রি পরমাণু পরীক্ষা কেন্দ্রে অস্বাভাবিক তৎপরতা চলছে। গত কয়েক সপ্তাহ ধরে এ তৎপরতা চলছে বলে জানানো হয়েছে।

জাতিসংঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে এ পর্যন্ত পাঁচ দফা পরমাণু বোমা পরীক্ষা করেছে উত্তর কোরিয়া। এ ছাড়া, ক্ষেপণাস্ত্র পরীক্ষাও অব্যাহত রেখেছে দেশটি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ