১৮ বারেও দাখিল হয়নি রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৫৩ অপরাধ

ই-বার্তা ।। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলায় নতুন দিন ধার্য করা হয়েছে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য। আগামী ২৯ নভেম্বর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে এ মামলায় ১৮ বার পিছিয়েছে তদন্ত প্রতিবেদন দাখিল।

আজ বুধবার ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। কিন্তু মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় বিচারক নতুন করে দিন নির্ধারণ করেন।

ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপকমিশনার আনিসুর রহমান বিষয়টি জানিয়েছেন।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ