টিম ফার্মার ওষুধ খেয়ে দুই শ্রমিকের মুত্যু


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:৩০ অপরাধ

ই-বার্তা ।। রাজশাহীর বিসিক শিল্প এলাকায় অবস্থিত টিম ফার্মা নামের একটি ওষুধ কোম্পানি প্রদত্ত তরল খাবার খেয়ে সেখানে কর্মরত দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতোলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।

মৃত দুই শ্রমিক হলেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চৌব্বিশনগর ডাইংপাড়া গ্রামের বকুল (৩৬) ও একই গ্রামের তৌহিদ (২৩)।

এ ছাড়া একই খাবার খেয়ে আরো আট শ্রমিক রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

অসুস্থতরা জানান, রাজশাহীর সপুরা বিসিক শিল্প এলাকার টিম ফার্মা নামের একটি ওষুধ কারাখানায় গত মঙ্গলবার দিবাগত রাতে তাদেরকে তরল খাবার দেওয়া হয়। এরপর ওই কারখানায় কর্মরত ১০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তবে বাড়িতে গিয়ে তাদের অবস্থার অবনতি হতে থাকে। শেষ পর্যন্ত গতরাতে অসুস্থ ওই শ্রমিকদের হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আজ বৃহস্পতিবার ভোরে দুজন মারা যান। এখনো আটজন চিকিৎসাধীন আছেন।

গোদাগাড়ী থানার ওসি হিফজুর আলম মুন্সি জানান, ওই ঘটনায় আরো কয়েকজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি নিয়ে অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ