পাকিস্তান ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করল ফিফা


ই-বার্তা প্রকাশিত: ১১ই অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৫:৪৩ ফুটবল

ই-বার্তা।।তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে ফিফার সদ্যসপদ থেকে পাকিস্তান ফুটবল ফেডারেশনকে (পিএফএফ) স্থগিত করেছে ‘ফিফা কাউন্সিলের ব্যুরো’।মঙ্গলবার (১০ অক্টোবর)সংস্থার এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

ফিফা কাউন্সিলের ব্যুরোর পক্ষে থেকে জানানো হয়, পিএফএফ অফিস এবং তার অ্যাকাউন্টগুলি আদালতের নিযুক্ত অ্যাডমিনিস্ট্রেটের নিয়ন্ত্রণে রয়েছে। যা পিজিএফের বাধ্যবাধকতা স্বাধীনভাবে এবং কোনও তৃতীয় পক্ষের অনুপস্থিতি অনুযায়ী তার কার্য পরিচালনা করলে ফিফার আইন লঙ্ঘন করে।

ফিফার সংবিধি সাসপেনশন প্রত্যাহার না হওয়া পর্যন্ত পিএফএফ প্রতিনিধি এবং ক্লাব দলগুলি আর আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে না। এর অর্থ এই যে, কোনও পিএফএফ বা তার কোনো সদস্য বা কর্মকর্তাকে ফিফা বা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) থেকে কোনও উন্নয়ন কর্মসূচি, কোর্স অথবা প্রশিক্ষণ থেকে কোন প্রকার সাহায্য পাবে না।

সুত্র: ফিফা

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ