উয়েফার উপদেষ্টা হলেন পর্তুগিজ কিংবদন্তি লুইস ফিগো


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০১:২৯ ফুটবল

ই-বার্তা।। ক্যারিযার জীবনে বার্সা-রিয়াল মাদ্রিদের হয়ে মাঠ মাতিয়েছেন লুইস ফিগো। অবষরের পর মাঠের বাইরে মাতানোর দিকে ঝুঁকছেন এই ফুটবল পর্তুগিজ কিংবদন্তি। এর আগে ফিফায় সভাপতি পদে মনোনয়ন নিয়েছিলেন তিনি। এবার ইউরোপীয় ফুটবলের উপদেষ্টা পদের দায়িত্ব নিচ্ছেন। উয়েফায় উপদেষ্টা হিসেবে কাজ করবেন সংস্থাটির সভাপতি সেফেরিনের সঙ্গে। সেখানে কৌশলগত দিকসহ আইনি বিষয় নিয়েও কাজ করবেন ক্যারিয়ারে ২০টিরও বেশি শিরোপা জেতা এই তারকা।

উয়েফার দায়িত্ব নেওয়ার পর থেকেই সাবেকদের ফুটবল উন্নয়নে সম্পৃক্ত করার কথা বলে আসছিলেন সেফেরিন। সেই ধারাতেই নিয়োগ পেলেন ফিগো। এ প্রসঙ্গে সেফেরিন জানান, ‘ফুটবলে অনেক উঁচু দরের একজন লোক ফিগো। আমি খুব আনন্দিত যে তার মতো একজন আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। তার ফুটবলের অসাধারণ অভিজ্ঞতা উয়েফার মূল্যবান সম্পদ হিসেবেই কাজে দেবে।’

এই দায়িত্ব ভার পেয়ে ২০০০ সালের ব্যালন ডি ও’র জেতা তারকা বলেন, ‘ফুটবলের পরিধি ক্রমান্বয়ে বাড়ছে। উয়েফার সঙ্গে যুক্ত হতে পেরে সত্যিই আমি গর্বিত।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ