আলোচনা করে শান্তিপূর্ণভাবে থাকতে চাইঃ পাক সেনা প্রধান


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৪৩ এশিয়া

ই-বার্তা ।। বড় গলার জোর হয়তো এবার একটু কমলো পাকিস্তানের বলেই ধরা যায়। গলাবাজি ভারতের বিরুদ্ধে পাকিস্তান সবসময় করে গেছে। কখনই সাধারণভাবে ভালো কিছু বলতে শোনা যায়নি। তবে এবার একটু ঠাণ্ডা গলার আওয়াজ পাওয়া গেল পাকিস্তানি সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এর মুখে।

বাজওয়া বুধবার করাচিতে অর্থনীতি ও প্রতিরক্ষা নিয়ে আলোচনার জন্য অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য রাখেন। তিনি বলেন, “আমরা ভারতের সঙ্গে শান্তিপূর্ণভাবে থাকতে চাই। সীমান্ত বিবাদ সমাধানে আলোচনার পক্ষেই মত আমাদের।” দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে তিনি বলেন, সুনিশ্চিত পরিকল্পনা মাফিক চলতে হবে দেশকে। নিরাপত্তায় থাকা ছোট ছোট গলদ খুঁজে তা ভয়াবহ রূপ ধারণ করার আহেই নির্মূল করতে হবে।

তবে শান্তির কথা বললেও, ভারতের বিরুদ্ধে আঙুল তুলেন পাক সেনাপ্রধান। তার দাবি, শান্তি আলোচনায় সায় নেই নয়াদিল্লির। তবে সীমান্তে লাগাতার সংঘর্ষবিরতি লঙ্ঘন নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ