বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করায় পানামায় একদিনের ছুটি


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | দুপুর ০২:৫০ ফুটবল

ই-বার্তা ।। পানামার রাষ্ট্রপতি জুয়ান কার্লোস ভারেলা প্রথমবারের মতো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করায় সারা দেশে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছিলেন। পানামা মধ্যে আমেরিকার দেশ হিসেবে এই প্রথম বাছাইপর্বের বাধা পেরিয়ে মূল পর্বে জায়গা করে নিলো। সেই উপলক্ষে মঙ্গলবার পানামায় সরকারি ও বেসরকারি সব প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়।

এক টুইটার বার্তায় পানামার রাষ্ট্রপতি কার্লোস ভারেলা জানান, এটা দেশের জন্য একটি ঐতিহাসিক দিন। এ কারণেই তিনি দেশবাসীর জন্য একদিনের ছুটি ঘোষণা করেছেন।

মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে বাছাইপর্বের শেষ ম্যাচে পিছিয়ে থেকেও ২-১ গোলের জয় তুলে নেয় পানামা। এর ফলে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়। এই জয়ে কনকাকাফ বাছাইপর্ব থেকে মেক্সিকো ও কোস্টা রিকার পিছনে তৃতীয় স্থানে থেকে রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা অর্জণ করে পানামা। তবে ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপ থেকে বাদ পড়েছে যুক্তরাষ্ট্র।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ