র‍্যাব মাদক ব্যবসায়ী ‘বন্দুকযুদ্ধ’ নিহত ১


ই-বার্তা প্রকাশিত: ১২ই অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৩:১৬ অপরাধ

ই-বার্তা ।। ফারুক আস্তানা ।। চট্রগ্রাম মিরসরাই হাইওয়ের দুর্গাপুর নামকস্থানে বুধবার রাত তিনটার সময় র‍্যাব ও মাদক চোরাকারবারীদের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যাবসায়ী নিহত হয়।

নিহতের নাম দিদারু্ল আলম চৌধুরী সোহেল( ৩৫) । তিনি মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার ২নং ওয়ার্ডের মৃত মাহাবুব আলমের ছেলে।

র‍্যাব-৭ ফেনী কার্যালয়েরর স্কোয়াড লিডার শাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব- ৭ জানতে পারে ফেনী থেকে দুটি মাইক্রোবাস যোগে কিছু মাদক ব্যাবসায়ী ফেনসিডিল নিয়ে চট্রগ্রামের দিকে যাচ্ছে। আমাদের পেট্রোল টিম তাদের পিছু নেয় এবং এক পর্যায়ে জোরারগঞ্জ থানার পুর্ব দুর্গাপুর এলাকায় তাদের মাইক্রোবাস পেট্রোল টিম গতিরোধ করে। এসময় মাইক্রোবাসে থাকা লোকজন র‍্যাবকে লক্ষ্য করে গুলিছুড়ে এসময় র‍্যাবও গুলি ছুড়লে একজন গুলিবিদ্ধ হয়।

পরে হাসপাতালে নেয়ার পথে গুলিবিদ্ধ সোহেল (৩৫) মারা যায়। ঘটনাস্থল ও মাইক্রোবাস থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও ৬শ বোতল ফেনসিডিল উদ্ধারর করা হয়েছে।

এদিকে নিহতের পরিবারের দাবি পু্লিশ সোহেল কে হত্যা করে, মাদকের নাটক সাজাচ্ছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ