জনগন ভোটের অধিকার প্রয়োগ করবে স্বাধীন ও নিরপেক্ষভাবেঃ প্রধানমন্ত্রী


ই-বার্তা প্রকাশিত: ১৪ই অক্টোবর ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৭:৫১ রাজনীতি

ই-বার্তা ।। আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একটা স্বচ্ছ ভোটার তালিকা আমরা তৈরি করতে পেরেছি। মানুষ তার ভোটের অধিকার প্রয়োগ করবে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে। মানুষের ভোটের অধিকার যেন প্রতিষ্ঠা পায়- সে ব্যবস্থা আমরা করছি।

শনিবার রাতে সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভার শুরুতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, স্থানীয় সরকার নির্বাচনে অনেক জায়গায় বিএনপি প্রার্থী জয়লাভ করেছে। আমরা তো বাধা দেইনি, আমরা রেজাল্ট বদল করিনি। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আওয়ামী লীগের লক্ষ্য। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের যা যা করা দরকার সব করবো।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগ সরকার এসেছিল বলেই দেশ উন্নত হচ্ছে। পৃথিবীতে এখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশকে পৃথিবীতে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, তা এখন আমরা মুছতে পেরেছি।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ