আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫


ই-বার্তা প্রকাশিত: ১৭ই অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৫:২৪ এশিয়া

ই-বার্তা ।। আফগাস্তিানের একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলায় নিহত হয়েছে ১৫ জন। মঙ্গলবার দুপুরে এই হামলায় আহত হয়েছে আরও ৪০ জন, বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ।

দেশটির পাকিতা প্রদেশের গারজেদে হওয়া এক হামলার সঙ্গে সঙ্গেই এক টুইট বার্তায় হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আল কায়েদা। ওই অঞ্চলের গণস্বাস্থ অধিদপ্তরের পরিচালক হেদায়েতুল্লাহ হামিদি বলেছেন হামলায় হতাহতদের মধ্যে পুলিশ সদস্যদের পাশাপাশি নারী ও শিশুরাও রয়েছেন।

হামলা প্রসঙ্গে আফগান স্বরাষ্ট্র দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, ‘প্রথমে এক আত্মঘাতি হামলাকারী প্রশিক্ষণকেন্দ্রের কাছে একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। এরই মধ্য দিয়ে ঘটনাস্থলে একদল বন্দুকধারী ঢুকে হামলা শুরু করে।’

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ