গানে গানে সুরের ধারার বর্ষ বিদায়ের অনুষ্ঠান


ই-বার্তা প্রকাশিত: ১৩ই এপ্রিল ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:২৩ অন্যান্য


ই-বার্তা প্রতিবেদক।। ১৪২৩ সালের শেষ সূর্যটা ডুবে যাওয়ার পরই শুরু হলো বর্ষ বিদায়ের অনুষ্ঠান। পুরনো বছরকে বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের প্রাঙ্গণে সুরের ধারা আয়োজিত চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান শুরু হলো।
এ বছরের বিষয় ‘বাংলাদেশে রবীন্দ্রনাথ’। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে কিছু তথ্য জানিয়ে সুরের ধারার শিল্পীরা সমবেত কন্ঠে ‘অন্তর মম বিকশিত কর’ গানটি পরিবেশন করার মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন। অনুষ্ঠানটি উপস্থানপনা করছেন অপু মাহফুজ এবং মৌসুমী বড়ুয়া । প্রবেশ দ্বারে চন্দন ফোঁটা দিয়ে বরণ করা হয় অতিথিদের। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করছে চ্যানেল আই। সংগীত প্রেমী বাঙালীর এই মিলন মেলা সবার জন্য উন্মুক্ত। অনুষ্ঠান চলবে রাত ১২টা পর্যন্ত।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ