বিএসএফের সাথে দেওয়ালি উৎসব পালন করলেন মোদী


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৬:১২ এশিয়া

ই-বার্তা ।। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিওয়ালি উৎসব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সঙ্গে কাটিয়েছেন। সেনাবাহিনী জানায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সকালে শ্রীনগর থেকে প্রায় ১২৩ কিলোমিটার দূরের গুরেজে পৌঁছন। সেখানে তিনি সেনা জওয়ানদের সঙ্গে শুভেচ্ছা এবং মিষ্টি বিনিময় করেন।

এদিন সেনা জওয়ানদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা কাটানোর পর মোদী তাঁর অনুভূতির কথা জানান। মোদী বলেন, এ যেন পরিবারের সঙ্গে সময় কাটানো। এমন ভাল সময় কাটানোর পর নতুন উদ্যম পাওয়া যায়।

দিওয়ালির সময়ে এই নিয়ে দ্বিতীয় বার জম্মু-কাশ্মীর সফরে গেলেন মোদী। এর আগে ২০১৪ সালে কেন্দ্রীয় সরকার গঠনের পরপরই তিনি প্রথম বারের জন্য দিওয়ালিতে উপত্যকায় গিয়েছিলেন। সেই সময় বন্যা বিধ্বস্ত কাশ্মীরে গিয়ে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন। এক দিনের জন্য তিনি পৃথিবীর উচ্চতম যুদ্ধক্ষেত্র সিয়াচেনেও ছিলেন। ২০১৫ তে তিনি গিয়েছিলেন পঞ্জাবের ইন্দো-পাক সীমান্তে। গত বছর মোদী গিয়েছিলেন হিমাচল প্রদেশের সীমান্ত পোস্টে।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ