ইয়াঙ্গুনে ঐতিহ্যবাহী বার্মিজ হোটেলে আগুন, নিহত ১


ই-বার্তা প্রকাশিত: ১৯শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | সন্ধ্যা ০৭:১৬ এশিয়া

ই-বার্তা ।। ভয়াবহ অগ্নিকাণ্ডে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বিলাসবহুল একটি হোটেল। এ ঘটনায় একজন নিহত ও আহত হয়েছে অন্তত দুজন।

ঐতিহ্যবাহী বার্মিজ স্টাইলের হোটেলটির একটি বড় অংশ কাঠ ব্যবহার করে তৈরি হয়েছিল। এটি পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় স্থাপনা ছিল।

হৃদের পাশে ’৯০ এর দশকে এটি তৈরি হয়। তবে এর পুরনো অংশটি তৈরি হয়েছিল ১৯৩০ সালে যেটি ব্রিটিশ সেনাবাহিনীর সদস্যরা ব্যবহার করতেন।

স্থানীয় সময় রাত ৩টার সময় আগুনের সূত্রপাত এবং এরপর শতাধিক অগ্নিনির্বাপণ কর্মী কয়েক ঘণ্টা আগুন নেভানোর চেষ্টা করেন। হোটেল থেকে তারা ১৪০ জনেরও বেশি অতিথিকে নিরাপদে সরিয়ে নেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ