আজকে শুরু প্রানের বৈশাখ


ই-র্বাতা প্রকাশিত: ১৪ই এপ্রিল ২০১৭, শুক্রবার  | দুপুর ০১:২৫ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক।। শুভ নববর্ষ, আজ ১৪২৪ বঙ্গাব্দের প্রথম দিন পহেলা বৈশাখ। পুরাতনকে ভাসিয়ে দিয়ে নতুনের জয়গান করার দিন। নতুন বছর শুরু হলো বাঙালির নিজের বর্ষপঞ্জিতে।

নববর্ষ মানে উৎসব, নতুনের আবাহন। সুদূর অতীত থেকে বাংলা ঘরে ঘরে উদযাপিত হয়ে আসছে বাংলার এই সর্বজনীন উৎসব। আজ গান হবে। আজ বাদ্য হবে।

রমনার বটমূলে ছায়ানটের প্রভাতি গানের আসর, চারুকলায় মঙ্গল শোভাযাত্রা, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হাজারও কণ্ঠে বর্ষবরণ, রবীন্দ্রসরোবরে গানের আসর। শহরজুড়ে থাকছে আরও নানা আয়োজন।

রাজধানী ঢাকাসহ সারা দেশের নানা বয়সী মানুষ সাড়ম্বরে উৎসবের আনন্দে মেতে উঠছে। পোশাক, খাওয়াদাওয়া, গানবাদ্য—সবকিছুতেই থাকছে বাঙালিয়ানা। সকালেই নগরবাসী ঘর থেকে বেরিয়ে পড়ছে সুসজ্জিত হয়ে। নারীরা পরছে লাল-সাদা শাড়ি, পুরুষের পরনে নকশা করা পাঞ্জাবি ও ফতুয়া। বাবা-মায়ের সঙ্গে থাকছে গালে, বাহুতে আলপনা আঁকা ফুটফুটে শিশুরা।

নববর্ষ আসে নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন প্রত্যয় নিয়ে। সব অশুভ ও অসুন্দরকে পেছনে ফেলে বৈশাখ আসে নতুনের কেতন উড়িয়ে।

সবাই নির্বিঘ্ন-নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করে নিক, এটাই সবার প্রত্যাশা।ক

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ