ফেসবুক থেকে যেভাবে আয় করবেন


ই-বার্তা প্রকাশিত: ২১শে অক্টোবর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:৩৬ অন্যান্য

ই-বার্তা ।। ফেসবুক থেকে এখন আয় করতে পারবেন কারণ “ইনস্ট্যান্ট গেইমস” নামে একটি নতুন গেইমিং প্লাটফর্ম চলতি বছরে চালু করেছে বিশ্বের সবচেয়ে বড় সামজিক মাধ্যম ফেইসবুক। আর সেখান থেকেই আয় করা যাবে অর্থও।

এখন এই গেইম নির্মাতাদের ইন-অ্যাপ পারচেইজ আর ভিডিও বিজ্ঞাপনের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ দিচ্ছে প্রতিষ্ঠানটি।

প্রথম দিকে এই বিজ্ঞাপনগুলো পরীক্ষামূলকভাবে ব্ল্যাকস্টর্ম-এর এভারউইং, এফআরভিআর-এর বাস্কেটবল এফআরভিআর-এর মতো নির্দিষ্ট গেইম আর সেগুলোর ডেভেলপারদের জন্য আনা হবে, বলা হয়েছে মার্কিন সাইট ভার্জ-এর এক প্রতিবেদনে।

ফেইসবুক বলেছে, নির্মাতারা ক্রমান্বয়ে গেইমগুলোর বিজ্ঞাপন পরিমাপক টুলগুলোতে অ্যাকসেস পাবেন।

স্পষ্টত, এর মাধ্যমে নির্মাতদেরকে তাদের গেইমগুলো থেকে অর্থ আয়ের সুযোগ দেওয়া হচ্ছে যাতে তারা আরও বেশি গেইম বানায়।

সর্বশেষ সংবাদ

অন্যান্য এর আরও সংবাদ