‘নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কোনো দ্বন্দ্ব কাম্য নয়’


ই-বার্তা প্রকাশিত: ১৫ই এপ্রিল ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:৪৮ বিশেষ প্রতিবেদন

ই-বার্তা প্রতিবেদক ।। রাষ্ট্র ও জনগণের স্বার্থে নির্বাহী ও বিচার বিভাগের মধ্যে কোনো দ্বন্দ্ব কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন এই দুই বিভাগ একে অপরের সম্পূরক হিসাবেই কাজ করবে। একে অপরকে অতিক্রম করে না. এখানে ক্ষমতার শক্তি দেখিয়ে না ।

শনিবার রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী আরো বলেন ‘ক্ষমতা কারও কিন্তু কম নয়। এখন কে কাকে সম্মান করবে, কে কাকে করবে না, কে কার সিদ্ধান্ত নাকচ করবে, কে কাকে মানবে, না মানবে; এই দ্বন্দ্বে যদি আমরা যাই, তাহলে কিন্তু একটি রাষ্ট্র সুষ্ঠুভাবে চলতে পারে না।এখানে কোনো রকম কিছু হলে এখানে রাষ্ট্রপতির সাথে আলাপ-আলোচনা করে সমাধান করাটাই ভালো। সেটা করলেই ভালো। আর, এক্ষেত্রে আমাদের যদি কিছু করণীয় থাকে, নিশ্চয়ই আমাদের পক্ষ থেকে তা দেখব।’

কোনো আইন করাই হয় জনগণের স্বার্থে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা যখন একটি আইন প্রণয়ন করি, তখন এই আইনটা দীর্ঘ পথ পরিক্রম করে আসে। আমরা হঠাৎ করে পার্লামেন্টে আইন কিন্তু পাস করি না। সেই আইন যদি দেখি দুজন বসে নাকচ করে দিলেন। তারপর, আর কিছুই করার থাকল না। তাহলে, এতদিন ধরে খাটা-খাটুনি .. সব ব্যর্থ হয়ে যায়।’

সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিবেদন এর আরও সংবাদ