রোহিঙ্গা ইস্যু নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে


ই-বার্তা প্রকাশিত: ২৩শে অক্টোবর ২০১৭, সোমবার  | বিকাল ০৫:৪৯ রাজনীতি

ই-বার্তা ।। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল তিন দিনের রাষ্ট্রীয় সফরে মিয়ানমার গেলেন। সোমবার দুপুরে মিয়ানমারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।

সফরকালে বাংলাদেশ-মিয়ানমারের সীমান্তপথে অনুপ্রবেশ, মানব পাচার ও মাদক পাচার রোধে সীমান্ত লিয়াজোঁ অফিস স্থাপনের বিষয়ে সমঝোতা স্মারক সাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া, সীমান্তে প্রাচীর তৈরি নিয়ে মিয়ানমারের সঙ্গে আলোচনা এবং দুই দেশের সীমান্ত নিরাপত্তা বিষয়ে যোগাযোগ ও সংলাপ আয়োজন নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করবে দুই দেশ।

মঙ্গলবার সকালে মিয়ানমারে সচিবদের সঙ্গে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিকালে মন্ত্রীদের সঙ্গ বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়ার প্রস্তাব দেবে বাংলাদেশ।

সর্বশেষ সংবাদ

রাজনীতি এর আরও সংবাদ