টেকনাফে ৩০ লাখ টাকার ইয়াবাসহ সিএনজি চালক আটক


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | দুপুর ১২:১৪ অপরাধ

ই-বার্তা ।। কক্সবাজারের টেকনাফে ইয়াবা নিয়ে যাওয়ার সময় হাতে-নাতে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এসময় ওই সিএনজি চালকের কাছ থেকে পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করা হয়।

মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমান সিএনজিযোগে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সড়কে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে সংশ্লিষ্টরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

সেসময় ধাওয়া করে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সহায়তায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১ কার্ড ইয়াবা বড়ি, সিএনজি ও মুঠোফোনসহ নুরুল আমিন (২২) নামে ওই সিএনজির চালককে আটক করে।

আটককৃত চালক মৌলভীবাজারস্থ রোজারঘোনার মৃত জাফর আলমের ছেলে। অবৈধ মাদক রাখার অপরাধে ধৃত ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, মুঠোফোন ও সিএনজিসহ টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

অপরাধ এর আরও সংবাদ