গৌধূলি-লগ্নে চ্যাম্পিয়ন্স লিগ জয় বুফনের টার্গেট


ই-বার্তা প্রকাশিত: ২৫শে অক্টোবর ২০১৭, বুধবার  | বিকাল ০৪:৪০ ফুটবল

ই-বার্তা ।। জিয়ানলুইজি বুফন চলতি মৌসুম শেষেই ক্লাব ফুটবলকে বিদায় জানাবেন। ক্যারিয়ারের গৌধূলি-লগ্নে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়কে টার্গেট করেছেন এই জুভেন্টাসের ইতালিয়ান গোলরক্ষক। অবশ্য ইতালি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিলে ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও খেলবেন ৩৯ বছর বয়সী বুফন।

বিশ্বকাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিতে হলে প্লে-অফে সুইডেনের বাধা পেরুতে হবে ইতালিকে। চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা দুই লেগের লড়াই শেষে নিজেদের ভাগ্য সম্পর্কে নিশ্চিত হবে।

বুফন ক্লাব ফুটবলে জুভেন্টাসের হয়ে অসংখ্য শিরোপা জিতেছেন। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিততে পারেননি তিনি। আগামী বছরের মে মাসে কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেই জুভেন্টাসের হয়ে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ইতি টানতে চান বুফন।

এক সাক্ষাৎকারে বুফন বলেছেন, এটি আমার শেষ মৌসুম। আমি নিজের চয়েজ সম্পর্কে ভালো করেই অবহিত আছি।

তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ এবং ফিফা ক্লাব বিশ্বকাপ জিততে পারলে সেটি বাড়তি অর্জন হবে বলে মনে করেন বুফন, বাড়তি কিছু অর্জন হবে যদি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব বিশ্বকাপ জিততে পারি।

সর্বশেষ সংবাদ

ফুটবল এর আরও সংবাদ