বস্তিতে থাকার ভাড়ায় পাবেন ফ্ল্যাট


ই-বার্তা প্রকাশিত: ২৬শে অক্টোবর ২০১৭, বৃহঃস্পতিবার  | বিকাল ০৫:২৬ রাজধানী

ই-বার্তা ।। বস্তিতে থাকতে যে পরিমাণ টাকা ভাড়া গুনছেন তা দিয়েই ফ্ল্যাটে থাকতে পারবেন রাজধানীর নিম্ন আয়ের মানুষ।

রাজধানীর মিরপুরে বস্তিবাসীর জন্য এমন ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করবে সরকার।

বৃহস্পতিবার নিজের সরকারি বাসভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি বলেন, মানুষকে কষ্ট থেকে মুক্তি দেয়াই তার সরকারের লক্ষ্য। আর এ জন্যই বস্তিবাসীর জন্য ফ্ল্যাট প্রকল্প গ্রহণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বস্তি দেশের জন্য সম্মানজনক নয়। তাই পর্যায়ক্রমে বস্তিবাসীদের জন্য উন্নত আবাসনের ব্যবস্থা করা হবে।

জানা গেছে, মিরপুর ১১ নম্বর সেকশনে ১০ একর জায়গার ওপর বস্তিবাসীর জন্য উন্নত সুযোগ-সুবিধাসংবলিত বহুতলবিশিষ্ট ফ্ল্যাট নির্মাণ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ।

প্রকল্পে ১৪তলাবিশিষ্ট ৮৫টি ভবনে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণ করা হবে, যার মধ্যে প্রথম পর্যায়ে ৫টি ভবন নির্মাণে ব্যয় হবে ১১১ কোটি টাকা।

ছোট আকারের প্রতিটি ফ্ল্যাটে দুটি বেডরুম, একটি ড্রয়িং কাম ডাইনিং, বাথরুম, টয়লেট ও একটি করে বারান্দা থাকবে।

আর প্রতিটি ভবনে থাকবে দুটি করে উন্নতমানের লিফট।

এ ছাড়া আবাসিক এলাকার ৫০ শতাংশ জায়গাজুড়ে থাকবে মসজিদ, মিলনায়তন, খেলার মাঠ ও বনায়নসহ বিভিন্ন সুবিধা।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ