ডুব আর ফারুকির প্যাশনে মুগ্ধ ইরফান খান


ই-বার্তা প্রকাশিত: ২৭শে অক্টোবর ২০১৭, শুক্রবার  | বিকাল ০৩:২৯ সংগীত

ই-বার্তা।। আমার কাছে বড় চ্যালেঞ্জ ছিল বাংলায় কথা বলা। তার সঙ্গে বাংলাদেশি কথা বলার কায়দা রপ্ত করা। ভাষাটার জন্যই অনেকটা নিজেকে তৈরি করতে হয়েছে। বাকিটা তো আবেগনির্ভর। ছবির মূল বিষয়টা কিন্তু চিরন্তন।

ছবির চরিত্র নিয়ে বলেন, একটি সম্পর্কে থেকে অন্য কারও প্রতি আকৃষ্ট হওয়া। এবং পারস্পরিক সম্পর্কে জটিলতা তৈরি হওয়া। সম্পর্কের সমীকরণ যত না বেশি এলোমেলো হয়, সমাজের দৃষ্টিভঙ্গি বিষয়টাকে আরও জটিল করে তোলে।

এই ছবিটা করার পিছনে একমাত্র কারণ ফারুকি। ওঁর একটা ছবি দেখেছিলাম, অ্যান্ট স্টোরি। সেটা দেখেই স্থির করেছিলাম, ওঁর সঙ্গে কাজ করতেই হবে। ফারুকির সততা, এনার্জি, ছবি বানানোর প্যাশন দেখে আমি মুগ্ধ।

আমি ক্রিয়েটিভ প্রযোজক। এই ছবিতে বাংলাদেশের প্রযোজকও আছেন। দুটো দেশের প্রযোজক থাকলে, বিষয়টা একটু জটিল হয়ে যায়। আর এই ব্যাপারগুলো আমি এখনও শিখছি।

সর্বশেষ সংবাদ

সংগীত এর আরও সংবাদ