মিয়ানমারের উপর নিষেধাজ্ঞার উদ্যোগ মার্কিন কংগ্রেসের


ই-বার্তা প্রকাশিত: ২৯শে অক্টোবর ২০১৭, রবিবার  | বিকাল ০৪:২৮ আমেরিকা

ই-বার্তা ।। মার্কিন কংগ্রেস রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মিয়ানমারের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও দেশটির বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাসের উদ্যোগ হাতে নিয়েছে। শুক্রবার সিনেটর রিচার্ড ডারবিন এ তথ্য জানিয়ে, স্টেট কাউন্সিলর অং সান সু চিকে চলমান সংকট সমাধানে সুনির্দিষ্ট ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে, রাখাইনে সহিংসতায় নিহতের সংখ্যা ধারনার চেয়ে অনেক বেশি হতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ।

রাখাইনে সামরিক বাহিনীর রক্তাক্ত অভিযান শুরুর দু মাস পেরিয়ে গেলেও, এখনো থামেনি বাংলাদেশমুখী রোহিঙ্গা ঢল। মিয়ানমার সরকার শরণার্থীদের ফিরিয়ে নিতে মুখে আলোচনার কথা বলে আসলেও, রাখাইনে এখনো দমন-পীড়নের শিকার হচ্ছেন রোহিঙ্গারা। এমনটাই জানালেন নতুন অনুপ্রবেশকারীরা।

তারা বলেন, তারা আমাদের গবাদি পশু নিয়ে যাচ্ছে। আমাদেরকে খুন করার হুমকি দিচ্ছে। স্বজনদের ধরে নিয়ে যাচ্ছে। কিছু বললেই আমাদের মারধর করে। তাই বাধ্য হয়ে এখানে চলে আসলাম।

এ অবস্থায় সংকট সমাধানে মিয়ানমারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে মিয়ানমার সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ স্থগিত, দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা বাতিল ও দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের মতো বিভিন্ন বিকল্প নিয়ে প্রতিনিধি পরিষদ ও সিনেটে আলোচনা চলছে। শুক্রবার এক সাক্ষাৎকারে এ তথ্য জানান ডেমোক্র্যাট দলীয় এই সিনেটর।

রিচার্ড ডারবিন বলেন, আমরা কোনো প্রতীকী প্রস্তাব পাসের অপেক্ষায় বসে থাকতে চাই। অং সান সু চির প্রতি আমাদের আহ্বান, নিরবতা ভেঙ্গে রোহিঙ্গা সমস্যা সমাধানে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করুণ। তারা যদি রাখাইনে পর্যবেক্ষকদের প্রবেশাধিকারের আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে, তবে কেনো, সেখানে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে। রাখাইন সংকট সমাধানে মিয়ানমার সরকারের সঙ্গে একযোগে কাজ শুরুর কথা জানালেও, সেখানকার বিস্তারিত তথ্য পাওয়ার বিষয়ে সন্দিহান জাতিসংঘ।

সর্বশেষ সংবাদ

আমেরিকা এর আরও সংবাদ