কৃষিজমি বেচে সিঙ্গাপুরে বেড়াতে যাচ্ছেন চাষিরা


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ১২:২০ আন্তর্জাতিক

ই-বার্তা ।। ভারতের অন্ধ্রপ্রদেশের কৃষকরা যেখানে কোনোদিন রাজ্যের বাইরের দুনিয়াটাই দেখেনি সেখানে সিঙ্গাপুর বেড়াতে যাওয়া একটু বেশিই বেশি।

কিন্তু ভাগ্য বা দুর্ভাগ্য নামে কিছু একটা আছে, যা অন্ধ্রপ্রদেশের মোট ১২৩টি কৃষক পরিবারকে সিঙ্গাপুরে টেনে নিয়েছে, আর এর সকল বেবস্থা করেছে রাজ্য সরকার।

কিন্তু এই কৃষকদের কেউ-ই লটারি জিতে কিংবা সরকারি প্রকল্পের পুরস্কার পেয়ে সিঙ্গাপুরে যাচ্ছেন না। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী গড়ে তোলার জন্য নিজেদের


উর্বর কৃষি জমি সরকারের হাতে তুলে দেওয়ার সান্ত্বনা হিসেবেই মূলত তাদের সিঙ্গাপুরে বেড়াতে পাঠাচ্ছে রাজ্য সরকার।

অন্ধ্রপ্রদেশ সরকার বলছে, কৃষকদের থেকে জমি নিয়ে সিঙ্গাপুরের আদলে অমরাবতী নামের অত্যাধুনিক একটি শহর গড়ে তোলা হবে। প্রায় পঁচিশ হাজার কৃষক মোট পঁয়ত্রিশ হাজার একর জমি রাজ্য সরকারের হাতে তুলে দিয়েছেন। তাদের মধ্য থেকেই অনেক যাচাই-বাছাই করে এই ১৩২টি পরিবারকে বাছাই করা হয়েছে সিঙ্গাপুর ভ্রমণের জন্য।

সূত্রঃ বিবিসি।

সর্বশেষ সংবাদ

আন্তর্জাতিক এর আরও সংবাদ