এভিন লুইসের বিধ্বংস্তী ব্যাটিংয়ে মজবে ঢাকা সমর্থকরা


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | দুপুর ০২:০৮ ক্রিকেট

ই-বার্তা।। টি-টোয়েন্টিতে বিশ্বের তিন নম্বর সেরা ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে ঢাকা ডায়নামাইটসের হয়ে মাঠ মাতাবেন তিনি। চার-ছক্কার জমজমাট লড়াইয়ে লুইসে মাতোয়ারা হতে পারে ঢাকার পাগল সমর্থকরা। দুই বছরও হয়নি টি-টোয়েন্টির ক্যারিবিয়ান জার্সি গায়ে জড়িয়েছেন লুইস। অথচ বিশ্বের সেরাদের আসনে ঠিকই জায়গা করে নিয়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি খেলেছেন লুইস। করেছেন ৪৬৮ রান। সর্বোচ্চ অপরাজিত ১২৫। ব্যাটিং গড় ৩৬। স্ট্রাইক রেট ১৫৪.৯৬। রয়েছেন ২টি করে শতক আর অর্ধশতকের ইনিংসও। বিশেষ করে চলমান বছরে দুর্দান্ত ফর্মে আছেন লুইস। ৯ ম্যাচে ৪৪.৬২ গড়ে করেছেন ৩৫৭ রান। দলকে উপহার দেন এক শতক দুই অর্ধশতক।

প্রসঙ্গত, ৪ নভেম্বর থেকে শুরু বিপিএল। এবারের আসরের উদ্বোধনী ম্যাচ হবে সিলেটে। প্রথম দিন সুরমা সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। ১২ ডিসেম্বর মিরপুরে হবে প্রতিযোগিতার ফাইনাল।

ঢাকা ডায়নামাইটস স্কোয়াড

দেশি: সাকিব আল হাসান (আইকন), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ শহীদ, মেহেদী মারুফ, আবু হায়দার রনি, জহুরুল ইসলাম, নাদিফ চৌধুরী, সাকলায়েন সজীব, সৈয়দ খালেদ আহমেদ, সাদমান ইসলাম, নুর হোসেন সাদ্দাম।

বিদেশি: কুমার সাঙ্গাকারা, শেন ওয়াটসন, শহীদ আফ্রিদী, মোহাম্মদ আমির, এভিন লুইস, কেভন কুপার, সুনীল নারাইন, আসেলা গুনারত্নে, কাইরন পোলার্ড, গ্রায়েম ক্রেমার, রন্সফোর্ড বিটন, নিরোশান ডিকওয়েলা, রোভম্যান পাওয়েল, ক্যামেরন ডেলপোর্ট, শাহীন শাহ আফ্রিদী, জো ডেনলি, আকিল হোসেইন।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ