টিকিট না পেয়ে বিশৃঙ্খলা, পুলিশের লাঠিচার্য


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:০৬ ক্রিকেট

ই-বার্তা ।। চরম বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সিলেটে বিপিএলের টিকিট কেনাকে কেন্দ্র করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্য করেছে পুলিশ।

চার নভেম্বর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে, শুরু হচ্ছে বিপিএলের পঞ্চম আসর। উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। প্রথমবারের মত সিলেটে হচ্ছে বিপিএল। তাই স্বাগতিক দলের খেলা দেখতে অধীর অপেক্ষায় আছেন সমর্থকরা।

মঙ্গলবার সকাল থেকে ইউসিবি ব্যাংকের মাধ্যমে টিকিট বিক্রির কথা থাকলেও তা হয়নি। আগ্রহী ক্রিকেট প্রেমীরা সকাল থেকে কাঙ্ক্ষিত টিকিটের জন্য ভিড় করেন সিলেট জেলা স্টেডিয়ামে। ৪টি বুথ থেকে দেয়া হয় টিকিট।

শুরুতে চার ও পাঁচ নভেম্বরের টিকিট দেয়ার কথা থাকলেও, মাত্র তিন ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায় উদ্বোধনী ম্যাচের টিকিট। একজন দর্শক দুটি করে টিকিট পাওয়ার কথা বলা হলেও, এদিন দেয়া হয় একটি করে টিকিট। এছাড়া ২০০ ও ৫০০ টাকা মূল্যের টিকিট দ্রুত ফুরিয়ে যাওয়ায় উত্তেজিত হয়ে পড়েন দর্শকরা। এ সময় পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্য করেছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ক্রিকেট এর আরও সংবাদ