যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানের সামরিক সহযোগীতার উদ্যোগ


ই-বার্তা প্রকাশিত: ৩১শে অক্টোবর ২০১৭, মঙ্গলবার  | বিকাল ০৪:২৩ এশিয়া

ই-বার্তা ।। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তান সামরিক সহযোগীতা বাড়ানোর উদ্যোগ নিচ্ছে। মাদকবিরোধী অভিযানের জন্যে ওয়াশিংটনের কাছ থেকে বেশ কয়েকটি হেলিকপ্টার কেনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ইসলামাবাদ।

১৫ অক্টোবর, যুক্তরাষ্ট্র থেকে ২০০২ সালে কেনা নয়টি হেলিকপ্টারের পাঁচটি ফেরত দেয় পাকিস্তান। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ায়, চুক্তির শর্ত অনুযায়ী এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আফগানিস্তান সীমান্তে মাদক চোরাচালান বন্ধে, দীর্ঘদিন ধরে অভিযান পরিচালনা করে আসছে পাকিস্তান।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ