ভারতের প্রস্তাবে আজহারকে সন্ত্রাসী তালিকাভুক্ততে ভেটো দিতে পারে চীন


ই-বার্তা প্রকাশিত: ১লা নভেম্বর ২০১৭, বুধবার  | দুপুর ১২:৪২ এশিয়া

ই-বার্তা।।পাকিস্তানভিত্তিক সংগঠন জইশে মুহাম্মাদের নেতা মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারত নতুন করে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাতে ভেটো দেয়ার ইঙ্গিত দিয়েছে চীন।

কারণ হিসেবে বেইজিং বলছে, মাসুদ আজহারকে সন্ত্রাসী বলে কালো তালিকাভুক্ত করার বিষয়ে এখনো মতৈক্য প্রতিষ্ঠা হয়নি।

যুক্তরাষ্ট্রের সমর্থন নিয়ে ভারত এর আগেও কয়েকবার মাওলানা মাসুদ আজহারকে সন্ত্রাসী হিসেবে কালো তালিকাভুক্ত করার জন্য নিরাপত্তা পরিষদে প্রস্তাব তুলেছিল।

নয়াদিল্লি অভিযোগ করে আসছে, ২০০২ সালে দেশটির জাতীয় সংসদে হামলাসহ ভারতের ভেতরে বহু সন্ত্রাসী হামলায় মাসুদ আজহার জড়িত। কিন্তু চীন প্রতিবারই ভারতের প্রচেষ্টায় আনা প্রস্তাবে বাধা দিয়েছে।

নতুন প্রস্তাবে ভেটো দেয়ার বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন, ‘সন্ত্রাসবাদের অভিযোগে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে হলে অকাট্য প্রমাণ থাকা জরুরি।’
সূত্র: পার্স টুডে

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ