বিআরটিসির বাস মেনে চলছে না সরকারের শর্ত


ই-বার্তা প্রকাশিত: ১৭ই এপ্রিল ২০১৭, সোমবার  | দুপুর ১২:৫৪ রাজধানী

ই-বার্তা প্রতিবেদক।। সরকারি প্রতিষ্ঠান বিআরটিসির বাস সরকারের নির্ধারণ করা বাসের ভাড়া সংক্রান্ত শর্ত মেনে চলছে না। সরকারি বা বেসরকারি সব ধরণের বাসেই বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিএ) নির্ধারিত ভাড়ার তালিকা রাখার নিয়ম করে দিলেও বিআরটিসির বাসগুলোতে এই তালিকার দেখা মেলেনি।
এসব বাসের চালক ও হেলপারদের বক্তব্য হল, সরকারি বাসের তালিকার দরকার নেই। কারণ তাঁরা সরকারি চুক্তিতেই বাসের ভাড়া নেন। এই বিষয়ে জানতে চাইলে এক বাস ড্রাইভার বলেন, আমরা তো বেশি ভাড়া নেইনা। তালিকার দরকার নেই। অন্যদিকে যাত্রীদের সাথে কথা বলে জানা যায় তাঁদের কাছে ভাড়া নিয়ে কোন টিকেট দেয়া হয়না।
কিছু নির্দিষ্ট কাউন্টারে গিয়ে দেখা যায় সেখানে ভাড়া নির্ধারিত থাকলেও সেটি বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকা নয়। অনেক যাত্রীও আবার কোনো রকম আপত্তি ছাড়াই অতিরিক্ত ভাড়া দিয়ে যান। এর কারণ হিসেবে ধারণা করা হচ্ছে যে অনেক যাত্রী সরকারের এই নির্দেশ সম্পর্কে অবগত নয়।

সর্বশেষ সংবাদ

রাজধানী এর আরও সংবাদ