পুণ্যস্নান করতে গিয়ে পদদলিত হয়ে নিহত ৪


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | বিকাল ০৩:২৩ এশিয়া

ই-বার্তা ।। কার্তিক পূর্ণিমার পুণ্যস্নান করতে গিয়ে ভারতের বিহার রাজ্যে পদদলিত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১২ জন পুণ্যার্থী।

বিহারের বেগুসরাই জেলার সিমারিয়া নদী ঘাটে শনিবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানা যায়, সকালে সিমারিয়া নদী ঘাটে পুণ্যস্নান করতে উপস্থিত হয়েছিলেন কয়েক হাজার মানুষ। আকস্মিকভাবে সেখানে গুজব ছড়ালে প্রাণে বাঁচতে সবাই হুড়োহুড়ি করে নিরাপদে ছুটতে থাকেন। এ সময় পদ দলিত হয়ে নিহত ও হতাহতের ঘটনাটি ঘটে।

মরদেহগুলো স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে এবং আহতরা চিকিৎসাধীন।

বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে চার লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ