বাসের ধাক্কায় শিশু সন্তানসহ সেনাবাহিনীর এক সদস্য নিহত


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:৩১ রাজশাহী

ই-বার্তা ।। বাসের ধাক্কায় বগুড়ার শাজাহানপুরে শিশু সন্তানসহ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় তার স্ত্রীও গুরুতর আহত হন।

শনিবার দুপুর সোয়া ২টায় বগুড়া- ঢাকা মহাসড়কে উপজেলার টিএমএসএসের ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কর্পোরাল নজরুল ইসলাম (৩৪) ও তার চার বছরের ছেলে রাফিউল। স্ত্রী নিগার সুলতানা (২৪) বগুড়া সিএমএইচে চিকিৎসাধীন। নজরুল ইসলাম বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত ছিলেন।

শাজাহানপুর থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, দুপুরে বগুড়া ক্যান্টনমেন্টে কর্মরত কর্পোরাল নজরুল ইসলাম তার স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে মোটরসাইকেল যোগে বগুড়ার দিকে যাচ্ছিলেন। এসময় ঢাকাগামী এসআর প্লাস (ঢাকা মেট্রো-ব-১১-৬১৭৫) নামের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এতে তিনজনই গুরুতর আহত হন। তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নজরুল ইসলাম ও তার শিশু সন্তানকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রীর চিকিৎসা চলছে।

সর্বশেষ সংবাদ

রাজশাহী এর আরও সংবাদ