বন্যায় তামিল নাডুতে নিহত ১২


ই-বার্তা প্রকাশিত: ৪ঠা নভেম্বর ২০১৭, শনিবার  | সন্ধ্যা ০৬:৩৮ এশিয়া

ই-বার্তা ।। ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ভারতের তামিল নাড়ুতে গত এক সপ্তাহে ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও কয়েক হাজার মানুষ রিলিফ ক্যাম্পে স্থান নিয়েছেন বলে জানা যায়।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত তামিল নাড়ু এবং পুদুচেরির বিভিন্ন জেলায় আর বর্ষণ ও ঝড়বৃষ্টি হতে পারে। রাস্তায় পানি জমে যাওয়ায় বাস, ট্রেন ও অন্যান্য যানবাহন নির্দিষ্ট স্থানে যেতে বাড়তি সময় লাগছে।

প্রদেশের রাজধানী চেন্নাইয়ের স্কুল ও কলেজ গত মাসের ৩১ তারিখ থেকেই বন্ধ রয়েছে এবং বেশকিছু বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগও বন্ধ রয়েছে বলে জানা যায়।

দুর্গতদের দেখতে বৃহস্পতিবার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখেছেন প্রদেশের মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী। সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এরই মধ্যে ১০ হাজার বন্যা দুর্গত মানুষ প্রদেশের ১০৫টি রিলিফ ক্যাম্পে আশ্রয় নিয়েছেন।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ