হিমাচলের নির্বাচন একতরফা আখ্যা দিলেন মোদি


ই-বার্তা প্রকাশিত: ৫ই নভেম্বর ২০১৭, রবিবার  | সন্ধ্যা ০৬:০৫ এশিয়া

ই-বার্তা।।ভারতের হিমাচল প্রদেশে নির্বাচনকে ‘একতরফা’ আখ্যা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময তিনি বলেন, বিরোধী দল কংগ্রেস রণক্ষেত্র ছেড়ে পালিয়েছে।

নির্বাচন সামনে রেখে রোববার রাজ্যের ইউনা এলাকায় এক সমাবেশে কংগ্রেসকে নিয়ে আক্রমণাত্মক এই বক্তব্য দেন মোদি।

‘হিমাচল প্রদেশের নির্বাচন একতরফা হয়ে গেছে। কংগ্রেস রণক্ষেত্র থেকে পালিয়েছে’, বলেন মোদি।

রাজ্য নির্বাচনের আগে তৃতীয় ও শেষবারের মতো হিমাচল সফরে যান মোদি। সেখানে দেওয়া বক্তব্যে কিছু নোট অকার্যকর করার দিন ৮ নভেম্বরকে ‘কালো টাকা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়ায় কংগ্রেসের সমালোচনা করেন তিনি।

কংগ্রেসের উদ্দেশে মোদি বলেন, ‘নোট বাতিলে বিপাকে পড়ে কিছু লোক এখনো অভিযোগ করছে এবং ৮ নভেম্বর কালো টাকা দিবস হিসেবে পালনের পরিকল্পনা করছে।’

উন্নয়নই একমাত্র সমাধান উল্লেখ করে মোদি বলেন, ‘আমাদের দৃষ্টি এখন বিকাশ (উন্নয়ন)। সব সমস্যা সমাধান ও জাতিকে অন্য উচ্চতায় নেওয়ার একমাত্র সমাধান হলো উন্নয়ন।

নির্বাচনের মাত্র চার দিনে পার্বত্য রাজ্য হিমাচল চষে বেড়াচ্ছেন মোদি। ইউনায় সমাবেশ শেষ করে তিনি রাজ্যের পালামপুরে আরেকটি সমাবেশ শেষ করে যাবেন কুল্লু এলাকায়। সেখানে প্রচারের সমাপ্তি টানবেন ভারতের প্রধানমন্ত্রী।

৯ নভেম্বর শুরু হতে যাওয়া ৬৮ আসনের বিধানসভা নির্বাচনে ভোট গণনা শুরু হবে আগামী ১৮ ডিসেম্বর।

সর্বশেষ সংবাদ

এশিয়া এর আরও সংবাদ